• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ডিজিটাল মিডিয়া ফোরামের নতুন সভাপতি দেলোয়ার, সম্পাদক ডা. তৃণা 

     dailybangla 
    23rd Jan 2026 7:36 pm  |  অনলাইন সংস্করণ

    হৃদয় খান: ডিজিটাল সাংবাদিকতা ও অনলাইন গণমাধ্যমের পেশাগত উন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার সুরক্ষায় কাজ করা সংগঠন ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)–এর নতুন দুই বছরের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

    কমিটি ঘোষণার সময় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. দেলোয়ার হোসেন, যিনি এশিয়ান টেলিভিশনের সিনিয়র ম্যানেজার (ডিজিটাল বিজনেস) হিসেবে কর্মরত। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এনপিবি নিউজের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট আরিফুল ইসলাম, এবং সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন টাইগার মিডিয়ার ডিরেক্টর অব কমিউনিকেশন তানজিল রিফাত।

    সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গ্রীন টিভির সিনিয়র প্রেজেন্টার ডা. তৃণা ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন চিফ মাল্টিমিডিয়া রিপোর্টার ফখরুল ইসলাম, এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন গ্লোবাল টেলিভিশনের ডেপুটি ম্যানেজার মহিউদ্দিন মানিক।

    কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—

    সাংগঠনিক সম্পাদক: দৈনিক রুপালী বাংলাদেশের হেড অব ডিজিটাল জনি রায়হান
    সহ-সাংগঠনিক সম্পাদক: জাগোনিউজের সিনিয়র এক্সিকিউটিভ ব্রডকাস্ট পরাণ মাঝি
    আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট আলাউদ্দিন আল আজাদ
    প্রচার সম্পাদক: ৭১ টেলিভিশনের ম্যানেজার নাজিম উদ্দীন রাফায়েল
    অর্থ সম্পাদক: দীপ্ত টিভির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মইন উদ্দিন রাতুল
    সহ-অর্থ সম্পাদক: দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ম্যানেজার (ডিজিটাল মার্কেটিং) রায়হান উদ্দিন রবিন
    এছাড়া দপ্তর সম্পাদক, উপ-দপ্তর সম্পাদক, স্বাস্থ্য, নারী, আইসিটি, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদকদের দায়িত্বও বণ্টন করা হয়েছে। কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনলাইন মিডিয়ার সিনিয়র রিপোর্টার ও কনটেন্ট ক্রিয়েটররা।

    কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন ডিএমএফ-এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য কালবেলার অনলাইন এডিটর মিজানুর রহমান সোহেল এবং দীপ্ত টিভির নিউজ এডিটর (অনলাইন ইনচার্জ) মাসউদ বিন আব্দুর রাজ্জাক।

    নবমনোনীত এই কমিটি আগামী দুই বছর ডিজিটাল সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনকে আরও গতিশীল করতে কাজ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031