ডিবি মতিঝিলের পৃথক অভিযানে ৬০ কেজি গাঁজা ও পিকআপসহ ৬ মাদক কারবারি গ্রেফতার
মো. খালেক: রাজধানীর কাফরুল ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা, একটি পিকআপ ভ্যান, একটি মোটরসাইকেলসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন—মো. মনিরুল ইসলাম ওরফে মনির (৩২), মো. ইসমাইল হোসেন সাজু (৩০), রাকিব মিয়া (২২), আব্দুল কুদ্দুস মণ্ডল (৪৮), মো. সোহাগ হাওলাদার (৪২) এবং মো. আব্দুল্লাহ ওরফে উত্তম কুমার (২৪)।
ডিবি মতিঝিল বিভাগের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৫ জুলাই) ভোররাতে কাফরুল থানার আওতাধীন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মনিরুল, ইসমাইল, রাকিব ও কুদ্দুসকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা, গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পরবর্তীতে ওইদিন সকাল ১০টা ৫০ মিনিটে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় অপর এক অভিযানে সোহাগ হাওলাদার ও আব্দুল্লাহকে গ্রেফতার করে ডিবির আরেকটি দল। অভিযানে তাদের কাছ থেকে আরও ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে হবিগঞ্জ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে ডিবি জানায়।
বিআলো/তুরাগ



