ঢাবি ছাত্র মৃত্যু, নেপথ্যে এলএসডি মাদক!  

ঢাবি ছাত্র মৃত্যু, নেপথ্যে এলএসডি মাদক!  

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ছাত্র হাফিজুর রহমানের গলা কাটা লাশের ঘটনায় অনেক প্রশ্ন আসলেও ঘটনা তদন্তে পাওয়া গেছে এলএসডি নামক (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) মাদকের উপস্থিতি। রাজধানীর একটি বাসা থেকে এলএসডি নামক (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) মাদক জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ।

ডিবি বলছে, হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে এই মাদকের সন্ধান পেয়েছে তারা। দেশে এলএসডি জব্দের ঘটনা এটাই প্রথম বলে জানিয়েছে ডিবি।

এলএসডি বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল বুধবার (২৬ মে) রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে গ্রেফতার করেছে ডিবি। তারা হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র লুপল ও তুর্জ এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্র আদিব।

ডিবি পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়াও হাফিজকে এলেসডি সেবন করানোর জন্য দায়ী ঢাবির তিন বন্ধু পুলিশের হেফাজতে রয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার বেলা দুইটার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার সংবাদ সম্মেলন করবেন।

এরআগে নিখোঁজের ৯ দিন পর রবিবার (২৩ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে হাফিজুরের পরিবার ও স্বজনরা তার লাশ শনাক্ত করেছেন।

বিআলো/শিলি