ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৮ লক্ষ টাকা অনুদান
নিজস্ব প্রতিবেদক: শরীয়াহভিত্তিক শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান প্রদান করেছে। কলেজের ইউরোলজি বিভাগের সার্জিক্যাল চিকিৎসা যন্ত্রপাতি এবং ডেন্টাল ইউনিটের জন্য একটি ডেন্টাল চেয়ার ক্রয়ে এই অনুদান দেওয়া হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. রাফাত উল্লা খান কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শামসুর রহমানের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ডা. মো. আফজাল হোসেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. ইদ্রিস আলী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীবৃন্দ।
বক্তারা বলেন, এই অনুদানের মাধ্যমে চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন এবং রোগীদের উন্নত সেবা নিশ্চিত করতে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ উপকৃত হবে। ভবিষ্যতেও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
বিআলো/ইমরান



