ঢাকায় গরমের দাপট অব্যাহত
dailybangla
22nd Oct 2025 10:05 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে আজও গরমের দাপট অব্যাহত থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৮৩ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি।
অন্যদিকে, সারাদেশের পূর্বাভাসে জানানো হয়েছে- চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন আসার সম্ভাবনা নেই।
বিআলো/শিলি



