• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঢাকায় জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ আজ 

     dailybangla 
    18th Sep 2025 9:39 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ কয়েক দফা দাবিতে রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত একযোগে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামীসহ সাতটি দল।

    এসব কর্মসূচি ঘিরে নগরীর ব্যস্ত এলাকায় জনসমাগম ও যানজটের আশঙ্কা করা হচ্ছে।

    প্রায় অভিন্ন দাবিতে সাতটি দল তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আজ প্রথম দিনে রাজধানী ঢাকায়, আগামীকাল শুক্রবার বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে দলগুলোর।

    সাতটি দলের কেউ ৫ দফা, কেউ ৬ দফা, কেউ ৭ দফা কর্মসূচি ঘোষণা করলেও সবার মূল দাবি প্রায় অভিন্ন। দাবিগুলো হচ্ছে-

    * জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং তার ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, জাতীয় সংসদের উভয় কক্ষে (কেউ কেউ উচ্চকক্ষে) সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালু করা

    * অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড (সবার সমান সুযোগ) নিশ্চিত করা

    * বিগত ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

    আজকের কর্মসূচির সময়সূচি ও স্থান-
    জামায়াতে ইসলামী: বিকেল সাড়ে ৪টা, বায়তুল মোকাররম দক্ষিণ ফটকে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল। মিছিল শাহবাগ পর্যন্ত যেতে পারে।

    ইসলামী আন্দোলন বাংলাদেশ: জোহর নামাজের পর, বায়তুল মোকাররম উত্তর প্রাঙ্গণে মিছিল। নেতৃত্বে থাকবেন নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

    বাংলাদেশ খেলাফত মজলিস (মামুনুল হক নেতৃত্বাধীন): আসর নামাজের পর, বায়তুল মোকাররম উত্তর ফটকে মিছিল।

    খেলাফত মজলিস (আহমদ আবদুল কাদের নেতৃত্বাধীন): বিকেল ৩টা, জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ।

    বাংলাদেশ খেলাফত আন্দোলন: একই সময়ে, একই স্থানে বিক্ষোভ।

    নেজামে ইসলাম পার্টি: বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাব এলাকায় কর্মসূচি।

    জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা): বিকেল সাড়ে ৪টা, বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল।

    রাজধানীর কেন্দ্রস্থলে একযোগে সাত দলের বিক্ষোভে তীব্র যানজট তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে আজ ও আগামীকাল সকালে বিসিএস পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দলগুলো বিকেলে কর্মসূচি পালন করছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930