ঢাকায় বিশেষ সম্মাননা পেলেন দাগনভূঞার কবি কুতুব উদ্দিন
আবুল হাসনাত তুহিন,ফেনী: সাহিত্য অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে রাজধানী ঢাকার পল্টনে অনুষ্ঠিত “টইটই” সাহিত্য সভায় বিশেষ সম্মাননা পেয়েছেন ফেনীর দাগনভূঞার কবি ও লেখক মোহাম্মদ কুতুব উদ্দিন।
একটি অভিজাত হোটেলে আয়োজিত এ সাহিত্য সভায় টইটই-এর কর্ণধার কবি সাহেদ বিপ্লব–এর সঞ্চালনায় এবং আজহারুল ইসলাম আল আজাদ–এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাহিত্য সম্পাদক ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কবি জাকির আবু জাফর। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কবি ও কথাসাহিত্যিক শাওন আজগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর, বাংলা একাডেমির গবেষণা কর্মকর্তা আইয়ুব মুহাম্মদ খানসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য কবি, লেখক ও সাহিত্যপ্রেমীরা।
সম্মাননা গ্রহণকালে কবি মোহাম্মদ কুতুব উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, সাহিত্য ও সংস্কৃতি মানুষ ও রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে। মানুষের ন্যায্য অধিকার বাস্তবায়নে এ দেশের কবি ও লেখকদের সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। তিনি শহীদ শরীফ ওসমান হাদীর প্রসঙ্গ টেনে বলেন, পরবর্তী প্রজন্মকে জাগ্রত করতে ও আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হলে শহীদ ওসমান হাদীর আদর্শ ও পথ অনুসরণ করা প্রয়োজন।
এ সময় তিনি শহীদ ওসমান হাদীকে উৎসর্গ করে নিজের স্বরচিত কবিতা “তুমি নক্ষত্ররাজ” আবৃত্তি করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
সাহিত্যপ্রেমীদের মতে, এ ধরনের আয়োজন নতুন লেখকদের উৎসাহিত করার পাশাপাশি দেশের সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ করবে।
বিআলো/ইমরান



