ঢাকায় ভূমিকম্পে বংশালে ভবনের রেলিং ভেঙে ৩ পথচারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ও আশপাশের এলাকায় অনুভূত শক্তিশালী ভূমিকম্পে রাজধানীর বংশালে একটি ভবনের রেলিং ভেঙে পড়ে তিন পথচারীর মৃত্যু হয়েছে।
বংশাল থানার ওসি রফিকুল ইসলাম জানান, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটের ভূমিকম্পের সময় কেপি ঘোষ স্ট্রিট এলাকার পাঁচতলা একটি ভবনের রেলিং হঠাৎ ভেঙে নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই পথচারী মারা যান। আহত আরেকজনকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবীর জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। উপকেন্দ্র ছিল ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
হঠাৎ হওয়া ঝাঁকুনিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাসা থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন। বিভিন্ন এলাকার বাড়িঘরে শেলফ ও টেবিল থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার ঘটনা ঘটে।
কম্পন থেমে যাওয়ার পর বাড্ডা, ধানমন্ডিসহ ঢাকার বেশ কিছু এলাকায় ভবনে ফাটল ধরা ও পলেস্তরা খসে পড়ার খবর পাওয়া গেছে।
বিআলো/এফএইচএস



