ঢাবির নারী শিক্ষার্থীদের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে পাথরঘাটায় মানববন্ধন
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে ‘বেশ্যা’ ও ‘মাদকের আড্ডাখানা’ মন্তব্যের প্রতিবাদে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে পাথরঘাটার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক বৃন্দসহ স্থানীয় সাধারণ নাগরিকগন।
গতকাল দুপুরে পাথরঘাটা পৌর এলাকার গোল চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা পালন করে। এতে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক সোহানুর রহমান সোহাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসিন হলের পলিটিকাল সাইন্স ডিপার্টমেন্টের সাবেক শিক্ষার্থী ইউনুস আলী রাহুল, পাথরঘাটা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক জাহিদুর রহমান, পাথরঘাটা ডিগ্রী কলেজের শিক্ষার্থী রিয়াদুল ইসলাম গাজী,পাথরঘাটা ডিগ্রী কলেজের শিক্ষার্থী রাজিব সরকার প্রমুখ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, জামায়াত নেতা শামীম আহসানের বক্তব্য নারীদের প্রতি চরম অবমাননাকর, কুরুচিপূর্ণ ও বিদ্বেষমূলক। এমন বক্তব্যের মাধ্যমে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের সম্মানহানি করা হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা বলেন, নারী শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য শুধু একজন ব্যক্তির নয় একটি গোষ্ঠীর মানসিকতার বহিঃপ্রকাশ।
আমরা অবিলম্বে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। ক্ষোভ প্রকাশ করে ঢাবি শিক্ষার্থী অভিভাবক সোহানুর রহমান সোহাগ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের গড়ার কারিগর। এই বিশ্ববিদ্যালয় আমার সন্তান পড়ে। কি করে আমার সন্তানকে বেশ্যা বলে আখ্যায়িত করে? জামায়াত নেতা শামীম আহসানের এমন মন্তব্যে আমার হৃদয় রক্ত ক্ষরণ হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার (২৪ জানুয়ারি) রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী এলাকায় এক জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় বরগুনা জেলা জামায়াতের নেতা শামীম আহসান ডাকসুকে নিয়ে আপত্তিকর শব্দ ব্যবহার করেন। তার সেই বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
বিআলো/আমিনা



