তিতুমীর কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

তিতুমীর কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

তিতুমীর ক্যাম্পাস প্রতিনিধিঃ রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে র‌্যালির আয়োজন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বনানী থানা।

শনিবার (২৭ জুলাই) সকাল ১১ টায় তিতুমীর কলেজ প্রাঙ্গনে এ র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি কলেজ প্রাঙ্গন থেকে শুরু করে ওয়ারলেস গেইট প্রদক্ষিন করে পূণরায় কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় র‌্যালিতে অংশ গ্রহণ করেন গুলশান বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রফিকুল ইসলাম( পিপিএম) , বনানী থানার অফিসার্স ইনচার্জ বি এম ফরমান আলী, বনানী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল, বনানী থানার ইন্সপেক্টর সায়হান অলিউল্যাহ, ২০ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

র‌্যালি শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুলিশ কমিশনার রফিকুল ইসলাম বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সচেতনতার কোনো বিকল্প নেই। আমরা যাই করি না কেন কিছুই কাজে আসবে না, যদি আমরা সচেতন না হই। সেজন্য সচেতনতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। 

তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া বলেন,ডেঙ্গু বর্তমানে একটি মহামারি আকারে ধারণ করছে। ইতিমধ্যে সরকার বিভিন্ন রকমের ব্যবস্থা গ্রহণ করেছে। যার কার্যক্রম অলরেডি রাজধানির দুই সিটিকর্পোরেশনে শুরু হয়ে গেছে। তবে শুধু সরকার না বরং জনগনকওে এগিয়ে আসতে হবে। 

এছাড়াও বক্তারা তিতুমীর কলেজের সাবেক ছাত্রী রেনু হত্যার বিষয়টি তুলে ধরেন এবং সকলকে গুজব থেকে সাবধান থাকার আহবান জানান। যদি কাউকে সন্দেহ জনক হয় প্রয়োজনে তাকে পুলিশের হাতে তুলে দিতে বলেন। এদিকে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রাবাসে থাকা শিক্ষার্থীদের সব সময় হল পরিষ্কার পরিচন্ন রাখার আহবান জানান।