তাইপে মেট্রোতে নৃশংস হামলা, নিহত ৪
আর্ন্তজাতিক ডেস্ক: তাইওয়ানের রাজধানী তাইপের মেট্রো স্টেশনে এক ভয়াবহ সহিংস ঘটনায় চারজন নিহত হয়েছেন, যার মধ্যে হামলাকারীও রয়েছেন। আরও পাঁচজন আহত হয়েছেন।
পুলিশ ও ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, শুক্রবার (১৯ ডিসেম্বর) তাইপে মেইন স্টেশন এবং ঝংশান স্টেশনে পৃথক সহিংস ঘটনার কারণে বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলার উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়, তবে প্রধানমন্ত্রী চো জং-তাই এটিকে ‘পরিকল্পিত’ আক্রমণ হিসেবে উল্লেখ করেছেন।
২৭ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী মুখোশ ও বুলেটপ্রুফ ভেস্ট পরে স্টেশনে প্রবেশ করে একাধিক ধোঁয়া ক্যানিস্টার নিক্ষেপ ও ছুরিকাঘাত চালান। তাকে আটকানোর চেষ্টা করলে একজন ব্যক্তি নিহত হন। পরে হামলাকারী নিজেকে ধরা এড়াতে একটি ভবন থেকে লাফ দেন এবং মারা যান।
ঘটনার পর রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মেট্রো, বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। প্রেসিডেন্ট লাই চিং-তে পুরো ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন এবং নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার কঠোর পদক্ষেপ নেবে।
বিআলো/শিলি



