তারুণ্যের উৎসব–২০২৫ জনসচেতনতামূলক কর্মসূচি আয়োজন করল কোস্ট গার্ড
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে “তারুণ্যের উৎসব–২০২৫” শীর্ষক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় অঞ্চলে জনসেবা প্রদানের পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে জনগণকে নিরাপত্তা ও সামাজিক দায়িত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করে আসছে।
এরই অংশ হিসেবে রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের উদ্যোগে “তারুণ্যের উৎসব–২০২৫” কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কোস্ট গার্ডের সার্বিক প্রস্তুতি, দাঙ্গা দমন কৌশল এবং নিরাপত্তাসংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।
উদ্যোগটিতে পাহাড়তলী থানা নির্বাচন অফিসের প্রতিনিধি, আইয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার তরুণ অংশ নেন।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, তরুণ প্রজন্মকে সচেতন, দায়িত্বশীল ও ইতিবাচক চিন্তাশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিআলো/এফএইচএস



