• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান মুহাম্মদ আফাজ উদ্দিনের 

     dailybangla 
    30th Jun 2025 8:43 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন আফাজ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং জনগণের মৌলিক অধিকার রক্ষার একটি সুস্পষ্ট রূপরেখা। এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, জনগণকে জানাতে হবে—এই ৩১ দফাই তাদের ভবিষ্যতের নিরাপত্তা ও ন্যায়ের প্রতীক।

    সোমবার বিকেলে উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে ধারাবাহিক প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে তিনি আজমপুর বিডিআর বাজার হতে শুরু হয়ে উত্তরা পূর্ব থানার আওতাধীন এলাকা — সেক্টর, বাজার, দোকানপাট ও পথচারীদের মাঝে এ লিফলেট বিতরণ করেন।

    আফাজ উদ্দিন বলেন, “এই ৩১ দফা হচ্ছে বাংলাদেশের মুক্তি সনদ। তাই আমাদের প্রত্যেক নেতাকর্মীকে দ্বারে দ্বারে গিয়ে জনগণকে তা ব্যাখ্যা করতে হবে। ডোর টু ডোর প্রচারণার মাধ্যমেই এ দেশের মানুষকে জাগিয়ে তুলতে হবে।”

    তিনি আরও বলেন, একটি অপশক্তি নির্বাচন বিলম্বিত করতে চায়। তবে ষড়যন্ত্রকারীদের কোনো অপচেষ্টা সফল হবে না। ইনশাআল্লাহ, সঠিক সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।

    আফাজ উদ্দিন বলেন, “বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে এবং জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতায় যেতে চায়। ইনশাআল্লাহ, বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তবে ৩১ দফার আলোকে দেশ পরিচালিত হবে।”

    বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশের এই সংকটময় পরিস্থিতিতে তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত রূপরেখা একটি আশার আলো। তাই এই বার্তাকে গণমানুষের বার্তায় রূপান্তর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

    সমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে এ সময় তার সঙ্গে উত্তরার স্হানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930