তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনেই পাস: পররাষ্ট্র উপদেষ্টা
বিআলো ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক অবস্থার মধ্যে তার ছেলে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে জোরালো আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার দেশে ফেরায় কোনো প্রতিবন্ধকতা নেই এবং প্রয়োজনে অতি দ্রুত ওয়ান-টাইম ট্রাভেল পাস দেওয়া হবে।
জাতীয় প্রেসক্লাবে রোববার (৩০ নভেম্বর) ডিক্যাব আলাপনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় বা বিদেশস্থ দূতাবাসগুলোর কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।
তিনি উল্লেখ করেন, তারেক রহমানের অবস্থান স্পর্শকাতর হলেও সরকারের পক্ষ থেকে দেশে ফিরে আসার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। ফিরে আসার ইচ্ছা জানালে পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে ওয়ান-টাইম ট্রাভেল পাস প্রদান করবে এবং অন্তর্বর্তী সরকার চাইলে এক দিনের মধ্যেই তা ইস্যু করতে পারবে।
অন্যান্য দেশের পক্ষ থেকে কোনো ধরনের বাধা তৈরি হতে পারে কি না, এ প্রশ্নে তৌহিদ হোসেন জানান, লন্ডনে তারেক রহমান কোন স্ট্যাটাসে অবস্থান করছেন সে বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে বাংলাদেশের কোনো নাগরিক দেশে ফিরতে চাইলে অন্য দেশ তাকে আটকে দেবে, এমন পরিস্থিতি স্বাভাবিক নয় বলেও তিনি মন্তব্য করেন।
এর আগে শনিবার (২৯ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে জানান, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই। খালেদা জিয়ার শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
সময় সংবাদের সঙ্গে আলাপকালে প্রেস সচিব শফিকুল আলম আরও বলেন, তারেক রহমান যখন ইচ্ছা দেশে ফিরতে পারেন। তিনি দেশের একটি বৃহৎ রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান; তাই ফিরে আসার সিদ্ধান্ত তার নিজের বিবেচনার ওপরই নির্ভর করবে।
এদিকে, একটি পৃথক ফেসবুক পোস্টে তারেক রহমান নিজেও জানিয়েছেন যে দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি পুরোপুরি তার একার হাতে নেই। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে তিনি ‘স্পর্শকাতর’ উল্লেখ করে বলেন, পরিস্থিতি অনুকূলে এলেই তিনি দেশে ফিরবেন।
বিআলো/শিলি



