তারেক রহমানের আগমন ঘিরে ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা
বিআলো ডেস্ক: দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুরো কার্যক্রম তদারকি করা হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদরদপ্তর থেকে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে তারেক রহমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। তার আগমন ঘিরে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। তার প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
ডিএমপি সূত্র জানায়, তার চলাচলপথ, বাসভবন ও অফিস এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। গোয়েন্দা পুলিশ, সাদা পোশাকের সদস্য ও ইউনিফর্মধারী পুলিশ মোতায়েন থাকবে। প্রয়োজনে অতিরিক্ত সদস্যও নামানো হবে।
ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শাহরিয়ার আলী জানান, কোনো নির্দিষ্ট বিভাগ নয়, বরং ডিএমপি সদরদপ্তর থেকেই সমন্বিতভাবে তারেক রহমানের নিরাপত্তা তদারকি করা হবে।
এদিকে বিমানবন্দরে নিরাপত্তার স্বার্থে ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত যাত্রী ছাড়া অন্য সবার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
বিএনপি জানিয়েছে, বিমানবন্দর থেকে তিনি বনানী ও কাকলী হয়ে ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনায় অংশ নেবেন। পরে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে গুলশানের বাসভবনে যাবেন।
বিআলো/শিলি



