• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজনৈতিক অচলাবস্থা কাটবে: প্রেস সচিব 

     dailybangla 
    25th Dec 2025 4:40 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তরকে আরও কার্যকর করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে পবিত্র জপমালা রাণী গির্জায় খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

    শফিকুল আলম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল উদাহরণ। এখানে সব ধর্মের মানুষ যেন নিজ নিজ বিশ্বাস ও উৎসব নিরাপদ ও আনন্দের সঙ্গে পালন করতে পারেন, এটাই প্রকৃত গণতন্ত্রের মূল লক্ষ্য।

    তিনি আরও বলেন, দেশে বর্তমানে একটি রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে, যা তারেক রহমানের দেশে ফেরার মাধ্যমে অনেকটাই পূরণ হবে।

    দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার সকালে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট সকাল ৯টা ৫৬ মিনিটে লন্ডন থেকে সিলেট বিমানবন্দরে অবতরণ করে। যাত্রাবিরতির পর একই ফ্লাইট বেলা ১১টা ৩৯ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

    তারেক রহমানের প্রত্যাবর্তন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, তিনি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের নেতা। তার দেশে ফেরার প্রভাব রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক হবে।

    তিনি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে একটি ‘ডেমোক্রেটিক ট্রানজিশন’ বা গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে যাচ্ছে। তারেক রহমানের উপস্থিতি এই প্রক্রিয়াকে আরও মসৃণ করবে।

    তারেক রহমানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে শফিকুল আলম জানান, তার নিরাপত্তার দায়িত্ব বিএনপি নিজেই দেখভাল করছে। এ বিষয়ে দলটির পক্ষ থেকে সরকার যে সহযোগিতা চেয়েছে, তা সম্পূর্ণভাবে প্রদান করা হচ্ছে।

    এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকশ চৌধুরীর পদত্যাগ প্রসঙ্গে জানতে চাইলে প্রেস সচিব বলেন, বুধবার রাত আনুমানিক ১২টার দিকে বিষয়টি ঘটে। তবে পদত্যাগের কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031