তাসনিম জারার মনোনয়ন বাতিল, আপিলের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়ন বাতিলের ঘোষণা দেন।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা জানান, নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে এবং তিনি অবশ্যই আপিল করবেন। তিনি আশা প্রকাশ করেন, আপিল প্রক্রিয়ায় ন্যায়বিচার পাবেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামার তথ্য যাচাই-বাছাইয়ের সময় কিছু অসঙ্গতি ও বিষয়গত ত্রুটির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হলফনামা অনুযায়ী, ডা. তাসনিম জারা পেশায় একজন চিকিৎসক। চাকরি থেকে তাঁর বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা। এ ছাড়া দেশের বাইরে তাঁর অতিরিক্ত আয় রয়েছে ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড। তিনি আয়কর বাবদ পরিশোধ করেছেন ৩৪ হাজার ৫৭ টাকা।
এদিকে মনোনয়ন বাতিলের ঘটনায় ঢাকা-৯ আসনের নির্বাচনী মাঠে আলোচনার সৃষ্টি হয়েছে। এখন আপিলের ফলাফলের দিকেই নজর রাজনৈতিক অঙ্গনের।
বিআলো/তুরাগ



