তিতাসে বিএনপি নেতা সালাহউদ্দিন সরকারের জনসংযোগ ও লিফলেট বিতরণ
রাষ্ট্র কাঠামো সংস্কারের বার্তা পৌঁছে দিচ্ছেন তিতাস বিএনপি
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহউদ্দিন সরকার লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছেন।
রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে তিনি তিতাস উপজেলার কড়িকান্দি সদর ইউনিয়ন বাজার, বলরামপুর ইউনিয়নের গাজীপুর বাজার, সাতানি ইউনিয়নের বাতা কান্দি বাজারসহ বিভিন্ন জনবহুল স্থানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে এই লিফলেট বিতরণ করেন।
জনসংযোগকালে সালাহউদ্দিন সরকার সাংবাদিকদের বলেন,
“আমরা বিএনপির রাজনীতি করি। দলের প্রধান তারেক রহমান যেটি ঘোষণা করেছেন, সেটি বাস্তবায়ন করা আমাদের রাজনৈতিক দায়িত্ব ও অঙ্গীকার। ৩১ দফায় স্পষ্টভাবে উল্লেখ আছে—বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণের ভাগ্যোন্নয়নে কি ধরণের কাঠামোগত পরিবর্তন ও সংস্কার বাস্তবায়ন করা হবে।”
মনোনয়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমরা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি করি। তাই দলীয় সিদ্ধান্ত ছাড়া অন্য কিছু চিন্তা করা সম্ভব নয়। কুমিল্লা-২ আসনে এখনো মনোনয়ন ঘোষণা হয়নি। দল যাকে মনোনয়ন দেবে—আমরা তার পক্ষেই কাজ করবো এবং ঐক্যবদ্ধ থাকবো।”
এ সময় উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ



