তিন বছর পর নেইমারের দুর্দান্ত হ্যাটট্রিক
dailybangla
04th Dec 2025 11:26 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: চোটের ঝুঁকি মাথায় নিয়েও দলকে অবনমন থেকে রক্ষা করতে মাঠে নেমে দুর্দান্ত হ্যাটট্রিক করলেন নেইমার। তিন বছর পর ব্রাজিলিয়ান তারা আবার পেলেন তিন গোলের স্বাদ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আলফ্রেদো জাকোনি স্টেডিয়ামে নেইমারের হ্যাটট্রিকে জুভেন্তুদকে ৩-০ গোলে হারায় সান্তোস। ১৭ মিনিটের ব্যবধানে তিন গোল করে দলকে অবনমন অঞ্চল থেকে তুলে আনেন তিনি।
যদিও হাঁটুর মেনিসকাস ইনজুরির কারণে মৌসুম শেষে সার্জারি লাগতে পারে বলে জানা গেছে, তবুও শেষ দুই ম্যাচে ব্যথা নিয়েই খেলছেন তিনি।
২০২২ সালের এপ্রিলের পর এটাই তার প্রথম হ্যাটট্রিক। গোল তিনটি আসে এক কাউন্টার অ্যাটাক, একটি ক্রস এবং একটি পেনাল্টি থেকে।
শেষ ম্যাচে ক্রুজেইরোর বিপক্ষে হার এড়াতে পারলেই লিগে টিকে থাকবে সান্তোস।
বিআলো/শিলি



