• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৭৪ হাজার কোটি টাকা 

     dailybangla 
    15th Jun 2025 8:15 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংকিং খাতে চলতি বছরের মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ৩৩৫ কোটি টাকায়, যা মোট ঋণের ২৪ দশমিক ১৩ শতাংশ।

    রোববার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

    প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত দেশে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ৪১ হাজার ৯৯২ কোটি টাকা। তার ঠিক তিন মাস আগেই, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর খেলাপি ঋণের পরিমাণ ছিল ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা। সে সময় মোট ঋণের পরিমাণ ছিল ১৭ লাখ ১১ হাজার ৪০২ কোটি টাকা। অর্থাৎ, তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ৭৪ হাজার ৫৭০ কোটি টাকা।

    এর ফলে খেলাপির হারও বেড়ে গেছে ৩ দশমিক ৯৩ শতাংশ।

    বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুর দায়িত্ব গ্রহণের সময় বলেছিলেন, “বিগত সরকার বিভিন্নভাবে খেলাপি ঋণ গোপন রেখেছিল। এখন এসব তথ্য সামনে আসছে। খেলাপির প্রকৃত হার ৩০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে।”

    তিনি জানান, খেলাপি ঋণের প্রকৃত চিত্র তুলে ধরতেই তিন মাস পরপর হালনাগাদ তথ্য প্রকাশ করা হচ্ছে। একইসঙ্গে ঋণ পুনর্গঠন নীতিমালা সংস্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    বিআলো/সবুজ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031