তুরস্কের কৃষিজমিতে আতঙ্ক: বাড়ছে রহস্যময় সিঙ্কহোল
dailybangla
25th Dec 2025 11:02 am | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: তুরস্কের মধ্যাঞ্চলের উর্বর কৃষিজমিতে হঠাৎ তৈরি হওয়া বিশাল সিঙ্কহোল আতঙ্ক ছড়িয়েছে। পরিবেশবিদদের মতে, জলবায়ু পরিবর্তন ও ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারের ফলেই এ বিপর্যয়।
রয়টার্স জানায়, কোনিয়া প্রদেশের কারাপিনার এলাকায় একের পর এক সিঙ্কহোল তৈরি হচ্ছে, কোথাও একটি জমিতেই দেখা যাচ্ছে একাধিক গহ্বর। কম বৃষ্টিপাত ও দ্রুত পানির স্তর নেমে যাওয়াকে এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা।
কোনিয়া টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেতুল্লাহ আরিক জানান, এখন পর্যন্ত প্রায় ৭০০টি সিঙ্কহোল শনাক্ত হয়েছে। বিপুল সংখ্যক অবৈধ কূপ খননের ফলে ভূগর্ভস্থ পানির ভারসাম্য নষ্ট হচ্ছে, যা ভবিষ্যতে মানুষের জীবন ও কৃষির জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।
বিআলো/শিলি



