• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    তোশাখানা-২ মামলা: ইমরান-বুশরার বিরুদ্ধে ১৭ বছরের সাজা 

     dailybangla 
    21st Dec 2025 10:03 am  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে তোশাখানা-২ মামলায় ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

    পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে তোশাখানা-২ মামলায় ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। শনিবার (২০ ডিসেম্বর) অ্যাডিয়ালা কারাগারের বিশেষ আদালতের বিচারক সেন্ট্রাল শারুখ অর্জুমান্দ এই রায় ঘোষণা করেন।

    রায়ে আদালত সেকশন ৪০৯ অনুযায়ী প্রত্যেককে ১০ বছর এবং সেকশন ৫, ২ ও ৪৭ অনুযায়ী আরও ৭ বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি ইমরান খান ও বুশরা বিবিকে পৃথকভাবে ১৬.৪ মিলিয়ন পাকিস্তানি রুপি জরিমানা করার নির্দেশ দেওয়া হয়েছে।

    মামলাটি ইমরান খানের ২০১৮ থেকে ২০২২ মেয়াদে প্রধানমন্ত্রী থাকাকালে সৌদি আরব থেকে পাওয়া উপহার সংক্রান্ত। অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের তোশাখানা নীতিমালা অনুসারে এসব উপহার রাষ্ট্রীয় দপ্তরে জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও সেগুলো যথাযথভাবে নিবন্ধন করা হয়নি। সহকারী ডেপুটি মাল্টি-সেক্রেটারির একটি চিঠি ব্যবহার করে উপহারগুলো ব্যক্তিগতভাবে দখলে রাখা হয়।

    আদালতে উপস্থাপিত তথ্যে বলা হয়, উপহারগুলোর প্রকৃত মূল্য প্রায় ৩৮ মিলিয়ন ইউরো হলেও কম মূল্যায়নের মাধ্যমে জাতীয় রাজস্বে প্রায় ৩৫.২৮ মিলিয়ন রুপির ক্ষতি হয়েছে। মামলার অংশ হিসেবে ২০২১ সালের মে মাসে সৌদি সফরে বুশরা বিবিকে উপহার দেওয়া একটি জুয়েলারি সেটের কথাও উল্লেখ করা হয়।

    জাতীয় হিসাবরক্ষণ ব্যুরো (এনএবি) ২০২২ সালের আগস্টে তদন্ত শেষে মামলাটি দায়ের করে। চলতি বছরের ডিসেম্বরে দম্পতিকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়। তাদের খালাসের আবেদন ইতোমধ্যে আদালত খারিজ করেছে।

    উল্লেখ্য, এটি তোশাখানা সংক্রান্ত দ্বিতীয় মামলা। প্রথম মামলায় তাদের ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হলেও সেই সাজা ইসলামাবাদ হাইকোর্ট ২০২৪ সালের এপ্রিলে স্থগিত করেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031