ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে দলীয় প্রতীক পেলেন যারা
তৌফিকুল রহমান মহন, গোবিন্দগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনে মনোনয়নপত্র দাখিলকৃত বৈধ প্রার্থীদের মাঝে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা হলেন—
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ (অব.) মাওলানা নজরুল ইসলাম লেবু (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টি মনোনীত ইঞ্জিনিয়ার মইনুর রাব্বী চৌধুরী রুমান (লাঙ্গল), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আব্দুল্লাহ আদিল নান্নু (কাস্তে), ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম আওলাদ হোসাইন (হাতপাখা), গণঅধিকার পরিষদের মো. সুরুজ্জামান সরকার (ট্রাক), জনতার দলের মনজুরুল হক সাচ্ছা (কলম), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. মোছাদ্দিকুল ইসলাম (আপেল)।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীক পেয়েছেন এএসএম খাদেমুল ইসলাম খুদি (ঘোড়া) ও আজিজার রহমান বিএসসি (ঢেঁকি)।
গাইবান্ধা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) সংসদীয় আসনে মোট ১০ জন বৈধ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, সাদুল্লাপুর উপজেলার ১১টি ইউনিয়ন এবং পলাশবাড়ী পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা-৩ সংসদীয় আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬ হাজার ১৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯০২ জন, নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ২৭৪ জন এবং হিজড়া ভোটার ৯ জন।
বিআলো/ইমরান



