• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ফেনীতে যৌথ বাহিনীর মহড়া 

     dailybangla 
    23rd Jan 2026 6:50 pm  |  অনলাইন সংস্করণ

    আবুল হাসনাত তুহিন, ফেনী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিত করতে ফেনী শহরে ব্যাপক টহল ও মহড়া পরিচালনা করেছে যৌথ বাহিনী।

    শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এ বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। বিজিবি সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে সমন্বিত টহল জোরদার করা হয়।

    নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি প্রদর্শনের লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

    এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মোশারফ হোসেন, বিজিবিএম (জি) বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুষ্ঠু নির্বাচন পরিবেশ বজায় রাখতে বিজিবি বদ্ধপরিকর। সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করছি, যাতে সাধারণ মানুষ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এ ধরনের সতর্কতামূলক টহল আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।”

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031