ত্রয়োদশ সংসদ নির্বাচন, ভোলার চার আসনে জমে উঠছে বহুমুখী ভোটের লড়াই
হারুনুর রশিদ শিমুল, ভোলা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলার চারটি সংসদীয় আসনে রাজনৈতিক তৎপরতা ক্রমেই তীব্র হচ্ছে।
ভোলা-১ থেকে ভোলা-৪ প্রতিটি আসনেই বিএনপি, জামায়াত ও অন্যান্য দলের প্রার্থীদের মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। ভোলা-১ (সদর) আসনে বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলামের মধ্যে মূল লড়াইয়ের সম্ভাবনা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলীয় মনোনয়ন ঘিরে বিএনপিতে শুরুতে অসন্তোষ থাকলেও বর্তমানে জোট প্রার্থী মাঠ গুছিয়ে জনসংযোগ জোরদার করছেন। উন্নয়ন প্রতিশ্রুতি ও তরুণ ভোটারই এখানে বড় ফ্যাক্টর।
ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে বিএনপির সাবেক এমপি আলহাজ হাফিজ ইব্রাহিম ও জামায়াত প্রার্থী মাওলানা ফজলুল করিম আলোচনার কেন্দ্রে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূল সংযোগের কারণে বিএনপি প্রার্থী তুলনামূলক এগিয়ে আছেন বলে স্থানীয়দের ধারণা।
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের বিপরীতে জামায়াত সমর্থিত বিডিপি প্রার্থী মো. নিজামুল হক নাঈম তরুণ ভোটারদের টার্গেট করে প্রচারণা চালাচ্ছেন।
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বিএনপির নুরুল ইসলাম নয়ন ও জামায়াত প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামালের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে। অভ্যন্তরীণ দলীয় সংকট কাটিয়ে বিএনপি প্রার্থী মাঠে থাকলেও জামায়াত প্রার্থী সংগঠনিক প্রস্তুতিতে এগিয়ে বলে মত বিশ্লেষকদের। সামগ্রিকভাবে ভোলার ভোটাররা এবার সহিংসতামুক্ত, গ্রহণযোগ্য নির্বাচন ও মাঠে সক্রিয় নেতৃত্বকে গুরুত্ব দিচ্ছেন। নির্বাচনের পরিবেশ ও ভোটার উপস্থিতিই শেষ পর্যন্ত নির্ধারণ করবে কে হচ্ছেন ভোলার আগামী দিনের সংসদ সদস্যরা।
বিআলো/আমিনা



