ত্রয়োদশ সংসদ নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি সিইসির
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি দলের প্রতি আহ্বান জানান, আচরণবিধি মানার মাধ্যমে নির্বাচনকে গ্রহণযোগ্য ও স্বচ্ছ করতে সবাইকে সহযোগিতা করতে হবে।
রোববার কমিশনের দ্বিতীয় দিনের সংলাপে সকাল ও বিকেলে মোট ১২টি দল অংশ নেয়। ইসলামী ঐক্যজোট দলের দুই দাবিদারের মধ্যে মতবিরোধ দেখা দেওয়ায় কমিশন এক দাবিদারকে সংলাপ থেকে সরিয়ে দেন।
গণফোরামের প্রতিনিধি সুব্রত চৌধুরী বলেন, “গণভোট যেন শেষ পর্যন্ত হাস্যকর কিছুতে না পরিণত হয়।” অন্য দলগুলোর প্রতিনিধিরা অতীতের প্রশ্নবিদ্ধ নির্বাচন আর দেখতে চান না এবং সংসদীয় আসনের সীমানা নিয়ে আদালতের হস্তক্ষেপ অপ্রয়োজনীয় বলে মনে করছেন।
উল্লেখ্য, বর্তমানে নির্বাচন কমিশনে বিএনপি, জামায়াতসহ ৫৩টি দল নিবন্ধিত রয়েছে।
বিআলো/শিলি



