• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    থানা হবে সাধারণ মানুষের আস্থা ও ভরসার কেন্দ্রস্থল : এসপি তারিকুল ইসলাম 

     dailybangla 
    12th Jan 2026 9:54 pm  |  অনলাইন সংস্করণ

    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই থানাকে সাধারণ মানুষের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। রবিবার (১১ জানুয়ারি) রাতে আত্রাই থানা আকস্মিকভাবে পরিদর্শনকালে তিনি এই দিকনির্দেশনা প্রদান করেন।

    পরিদর্শনকালে পুলিশ সুপার থানায় আগত সেবা প্রার্থীদের সঙ্গে সদাচরণ নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, পুলিশি সেবা পেতে সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়। সেবা প্রদানের ক্ষেত্রে গতিশীলতা আনার নির্দেশ দিয়ে তিনি বলেন, মামলা, সাধারণ ডায়েরি (জিডি) ও পুলিশ ক্লিয়ারেন্সের মতো জরুরি সেবাগুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে। সাধারণ মানুষ যেন থানায় এসে কাঙ্খিত সেবা পায় এবং পুলিশি কার্যক্রমে সন্তুষ্ট থাকে, সেটিই আমাদের মূল লক্ষ্য। তদন্তাধীন মামলা দ্রুত নিষ্পত্তি এবং মাদকবিরোধী অভিযান জোরদার করার নির্দেশ দিয়ে পুলিশ সুপার আরও বলেন, অপরাধ দমনে কোনো আপস নেই। ওয়ারেন্ট তামিল ও কার্যকর টহল জোরদার করার মাধ্যমে এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রতিটি পুলিশ সদস্যকে পেশাদারিত্ব বজায় রেখে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে হবে।

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ সুপার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান। তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়ে বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে পুলিশকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং দায়িত্বশীলতার সাথে নিজের ওপর অর্পিত কাজ সম্পন্ন করতে হবে।

    পুলিশ সুপারের এই আকস্মিক পরিদর্শন ও দিকনির্দেশনা প্রসঙ্গে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, পুলিশ সুপারের নির্দেশনাগুলো আমরা অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেছি। আত্রাই থানাকে একটি আদর্শ ও সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।

    পরিদর্শনকালে আত্রাই থানার সকল স্তরের অফিসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এসপির এই ঝটিকা সফর এবং কড়া নির্দেশনায় থানার কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নতুন গতি আসবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031