দক্ষিণ আফ্রিকায় স্বর্ণের খনিতে আটকা ২৮৯ শ্রমিকের সবাই উদ্ধার
আর্ন্তজাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে একটি স্বর্ণের খনিতে আটকা ২৮৯ শ্রমিকের সবাইকে উদ্ধার করা হয়েছে। খনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।
জোহানেসবার্গ থেকে প্রায় ৩৭ মাইল পশ্চিমে অবস্থিত ওই স্বর্ণের খনিতে গত বৃহস্পতিবার (২২ মে) দুর্ঘটনা ঘটে। এতে ২৮৯ জন শ্রমিক খনির মধ্যে আটকা পড়ে। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়।
স্বর্ণখনি খননকারী কোম্পানি সিবানিয়ে-স্টিলওয়াটার শনিবার (২৪ মে) এক বিবৃতিতে জানায়, শ্রমিকদের সবাই নিরাপদে উপরে উঠে এসেছেন। উদ্ধর অভিযানের কোনো পর্যায়েই কর্মীদের কারও আহত হওয়ার কোনো ঝুঁকি ছিল না।
বিবৃতিতে আরও বলা হয়, খনি শ্রমিকদের নিরাপদে উপরে তুলে আনার আগে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা এবং খনির সার্বিক অবস্থা মূল্যায়নের পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়।
এতে বলা হয়েছে, দুর্ঘটনার পর উদ্ধার ও নিরাপত্তা দলগুলোকে তাৎক্ষণিকভাবে মোতায়েন করা হয় এবং কর্মীদের নিরাপদে খাবার ও পানির সরবরাহ নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেয়া হয়।
উদ্ধার হওয়া খনি শ্রমিকদের সকলেরই পুঙ্খানুপুঙ্খ চিকিৎসা পরীক্ষা করা হবে এবং কর্মীদের পরিবারকে সহায়তা প্রদান করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
সিবানিয়ে-স্টিলওয়াটারের প্রধান নির্বাহী কর্মকর্তা নীল ফ্রোনম্যান বলেন, ‘সমস্ত নিরাপত্তা ও ঝুঁকি মূল্যায়ন সম্পন্ন হলে এবং খনিটি নিরাপদ বলে বিবেচিত হলেই কেবল কার্যক্রম পুনরায় শুরু হবে। নিরাপত্তা আমাদের অগ্রাধিকার এবং আমরা নিশ্চিত না হওয়া পর্যন্ত কার্যক্রম পুনরায় শুরু করব না।’ তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি ও ফক্স নিউজ
বিআলো/শিলি



