দিনাজপুরে কম্বল বিরতণ কালে ত্রাণ প্রতিমন্ত্রী 

 দিনাজপুরে কম্বল বিরতণ কালে ত্রাণ প্রতিমন্ত্রী 

মোঃ আব্দুল আজিম, দিনাজপুর :  মুজিববর্ষে সরকার সারাদেশে ৬৮ হাজার গ্রামে ৬৮ হাজার দুযোর্গ সহনীয় বাড়ী নির্মাণ করে হতদরিদ্রদের উপহার দিবে। শেখ হাসিনা সরকার জনগনের ভাগ্যের উন্নয়নের জন্য সব ধরনের কল্যান মুলক পদক্ষেপ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। শনিবার দিনাজপুরের সদর উপজেলা, বিরল, বোচাগঞ্জ ও কাহারোল উপজেলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি এ কথা বলেন।

মুজিববর্ষে ৬৮ হাজার গ্রামে দুর্যোগ সহনীয় ৬৮ হাজার ঘর নির্মান করে দেয়া হবে। ইতিমধ্যেই ২৩ হাজার কোটি টাকায় ১১ হাজার ৪০৪টি ঘর দেয়া হয়েছে। এরপর ২০২০-২১ সালে আরও ৫০ হাজার ঘর হতদরিদ্রদের বরাদ্দ দেয়ার প্রকল্প হাতে নেয়া হয়েছে। 

কম্বল বিতরণ কালে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, মনোরঞ্জন শীল গোপাল এমপি, ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম হোসেন, জেলা প্রশাসক মাহমুদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান উপস্থিত ছিলেন।
ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে সারাদেশের সাধারণ মানুষের কল্যানে সামাজিক নিরাপত্তা বেষ্ঠনি তৈরী করে দারিদ্র হার কমিয়েছেন। যে কোন দুর্যোগ মোকাবেলায় পূর্বের চাইতে আমরা এখন অনেক সক্ষম। কেননা যে কোন প্রতিকুল পরিস্থিতি নিয়ন্ত্রনে আমাদের প্রস্তুতি পর্যাপ্ত। 

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, শেখ হাসিনা সরকার জনগনের সেবক হিসেবে তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করছেন। দুর্নীতি, অনিয়ম ও অপশাসনের বিরুদ্ধে শেখ হাসিনার চলমান শুদ্ধি অভিযান আজ সব মহলে সমর্থন লাভ করেছে।