দিনাজপুরে সিডিসির উদ্যোগে সচেতনতা মূলক লিফলেট বিতরণ

দিনাজপুরে সিডিসির উদ্যোগে সচেতনতা মূলক লিফলেট বিতরণ

মোঃ আব্দুল আজিম, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে সিডিসির উদ্যোগে করোনা ভাইরাস (কোভিড- ১৯) প্রতিরোধে শিশুর খাবার, পুষ্টি বার্তা বিষয়ক লিফলেট ও সংক্রমণে সম্ভাব্য/আক্রান্ত মায়েদের স্তন্যদান বিষয়ক তথ্য সম্বলিত দুই প্রকারের পোষ্টারের মাধ্যমে রোববার (২১ জুন) সকালে সদর উপজেলার ০৯ টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভায় কোভিড- ১৯ মোকাবেলায় সচেতনতা, লবি ও এ্যাডভোকেসী কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

ইকো সোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর সহযোগিতায় ইকো কো-অপারেশন/সেভ দ্যা চিলড্রেন এর অর্থায়নে সিএসএ ফর সান এর জিসি মেম্বার অর্গানাইজেশন কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি), দিনাজপুর উক্ত কার্যক্রমটি বাস্তবায়ন করেন। 

সিএসএ ফর সান এর জেনারেল কমিটির মেম্বার ও সিডিসির নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়ের নেতৃত্বে দুই দিন ব্যাপি কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেন সিডিসির কর্মসূচি সহকারী সত্যেন্দ্র নাথ রায়, সাপোর্ট স্টাফ, মোঃ হারুনুর রশিদ, সত্যেন্দ্র নাথ রায় (গুতু) এবং কম্পিউটার অপারেটর রাজেশ রায়। 

উক্ত কর্মসূচির ফলে কর্ম এলাকার বিপুল সংখক নারী, পুরুষ, শিশু, কিশোর- কিশোরী সহ গর্ভবতি মা ও প্রসুতি মা এবং তৃনমূল পর্যায়ের জনমানুষ কোভিড- ১৯ মহামারী প্রতিরোধে সচেতন হয়েছে।

বিআলো/শিলি