দ্বিতীয় ডোজে স্বল্পতা

দ্বিতীয় ডোজে স্বল্পতা

জেলা প্রতিনিধি : পর্যাপ্ত টিকার অভাবে এখন থেকে প্রতিদিন মাত্র একশ জনকে টিকা দিতে পারবে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত জেনারেল হাসপাতাল। আর এ টিকা পাবেন শুধু যারা এই হাসপাতাল থেকে আগে প্রথম ডোজ নিয়েছেন। টিকার অপ্রতুলতার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, টিকাপ্রত্যাশী অনেক মানুষ থাকলেও আমাদের কাছে পর্যাপ্ত টিকা নেই। সিভিল সার্জন কার্যালয় থেকে মাত্র ১০০ ভায়াল পেয়েছি, যা দিয়ে মোট এক হাজার মানুষকে টিকা দেওয়া যাবে। তাই এখন থেকে প্রতিদিন একশ জনকে টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা এ হাসপাতাল থেকে আগে নিয়েছেন; এসএমএস পাওয়ার ভিত্তিতে তারাই টিকা নিতে পারবেন।

সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চট্টগ্রাম জেলার ১৪ উপজেলা এবং মহানগরে মোট চার লাখ ৫৩ হাজার ৭৬০ জন প্রথম ডোজ টিকা নিয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন তিন লাখ ৩৪ হাজার ৯৭২ জন।

বি আলো / মুন্নী