দুর্নীতিবাজ কাউন্সিলররা মনোনয়ন পাবে না : কাদের

দুর্নীতিবাজ কাউন্সিলররা মনোনয়ন পাবে না : কাদের

সচিবালয় প্রতিবেদক: দুই সিটি করপোরেশনের দুর্নীতিবাজ ওয়ার্ড কাউন্সিলদের বিরুদ্ধে কোন পদক্ষেপ আছে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একজন ওয়ার্ড কাউন্সিলর ইতোমধ্যে গ্রেফতার হয়েছে। আরেকজনের বিরুদ্ধে অপরাধের অভিযোগ এসেছে। কাউকেই ছাড় দেওয়া হবে না। 

তিনি গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

আবরার হত্যাকান্ড নিয়ে কাদের বলেন, প্রধানমন্ত্রী নিজে বলেছেন, এ হত্যাকান্ডের দ্রুত বিচার করতে। তিনি এ প্রসঙ্গে বলেন, বিএনপি বিচার চায় না, আন্দোলনের ইস্যু খুঁজতে ব্যস্ত। এ আন্দোলনে বিএনপি উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, বিরোধীদের বিরুদ্ধে সরকার হার্ড লাইনে যেতে চায় না, সংঘাত চায় না। তবে সরকার এ ব্যাপারে সব সময় সতর্ক আছে বলে মন্তব্য করেন।

তিনি বলেন, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিতর্কিতরা সিটি করপোরেশনের নির্বাচনে মনোনয়ন পাবে না। দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, অভিযান ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ না আমরা অপরাধ নিয়ন্ত্রণ করতে পারব, টার্গেট এচিভ করতে পারব। মাদক, সন্ত্রাস, ক্যাসিনো টেন্ডারবাজির বিরুদ্ধে প্রধানমন্ত্রী যে অভিযান শুরু করেছেন তা অপরাধ দমনের আগে শেষ হবে না। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিতর্কিতদের বাদ দিয়ে নেতা বানানো হচ্ছে এবং হবে।

ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে বিতর্কিত ব্যক্তিরা যাতে কমিটিতে না আসতে পারে, সে ব্যাপারে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। তিনি বলেন, জাতীয় কাউন্সিলকে সামনে রেখে আমাদের টার্গেট বিতর্কিতদের বাদ দিয়ে কমিটি করা। সারাদেশে তৃণমূলের সম্মেলন হচ্ছে, প্রধানমন্ত্রী বলেছেন, কোন বিতর্কিত ব্যক্তি যাতে নেতৃত্বে না আসতে পারে। আপরাধীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে জানিয়ে কাদের বলেন, অপরাধীদের মাথার উপর ছাতাও খোঁজা হচ্ছে। যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে, দুদক তদন্ত করে ব্যবস্থা নেবে।

বুয়েট শিক্ষার্থীদের অবিলম্বে আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানিয়ে তিনি বলেন, সব দাবি মানার পর আন্দোলন কেন হবে। তিনি আবরার হত্যাকারীদের ফাঁসি হওয়া উচিৎ বলে মন্তব্য করেন।