দাউদকান্দিতে তারেক রহমানের আগমন উপলক্ষে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা
শেখ ফরিদ উদ্দিন : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে গতকাল সন্ধ্যায় দাউদকান্দি বিশ্বরোড কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান।
এ উপলক্ষে সংবাদকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করে তাদের সঙ্গে একটি মতবিনিময় সভা করেন কুমিল্লা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ড.খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে তার পুত্র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
আয়োজিত মতবিনিময় সভায় গণমাধ্যম প্রতিনিধিদের সহযোগিতা চেয়েছেন ড. খন্দকার মারুফ হোসেন। রবিবার (২৫ জানুয়ারি) সকালে দাউদকান্দি সদরস্থ মারুফ ভিলা প্রাঙ্গণে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে মতবিনিময় সভায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন গণমাধ্যম প্রতিনিধিদের সাথে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে খোলামেলাভাবে বিভিন্ন বিষয়ে তথ্য আদান প্রদান করেন।
এক পর্যাযে তিনি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সঠিক তথ্য সংগ্রহপূর্বক তা গণমাধ্যমে প্রচারের জন্যও সংবাদ কর্মীদের প্রতি আহ্বান জানান। বিকেলে ও সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কুমিল্লার চৌদ্দগ্রাম ও শুয়াগাজীতে দু’টি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে রাত আটটার দিকে দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে।
কুমিল্লা-১ দাউদকান্দি-মেঘনা আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনকে বিজয়ী করতে ধানের শীষের জন্য সমবেত জনগণের উদ্দেশ্যে ভোট চাইবেন তারেক রহমান। আয়োজিত জনসমাবেশে সভাপতিত্ব করবেন ড. খন্দকার মোশাররফ হোসেন। বক্তব্য রাখবেন কুমিল্লা-৩ মুরাদনগরের বিএনপি মনোনীত প্রার্থী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিআলো/আমিনা



