দাউদকান্দিতে তারেক রহমানের আগমন ঘিরে প্রস্তুতি তুঙ্গে
সংবাদকর্মীদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা
শেখ ফরিদ উদ্দিন, দাউদকান্দি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দাউদকান্দিতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। তাঁর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ রবিবার সন্ধ্যায় দাউদকান্দি বিশ্বরোড কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত বিশাল জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান।
এই উপলক্ষে সংবাদকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৫ জানুয়ারি) রবিবার বেলা সাড়ে ১১টায় দাউদকান্দি সদরস্থ মারুফ ভিলা প্রাঙ্গণে আয়োজিত এই মতবিনিময় সভায় কুমিল্লা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে উপস্থিত ছিলেন তাঁর পুত্র, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
মতবিনিময় সভায় ড. খন্দকার মারুফ হোসেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও খোলামেলা পরিবেশে গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন,
“অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য সংগ্রহ ও তা বস্তুনিষ্ঠভাবে জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য।”
তিনি আরও জানান, তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
দলীয় সূত্রে জানা যায়, আজ বিকেল ও সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন তারেক রহমান কুমিল্লার চৌদ্দগ্রাম ও শুয়াগাজী এলাকায় পৃথক দুটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এরপর রাত আনুমানিক ৮টার দিকে দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
উক্ত সমাবেশে কুমিল্লা-১ দাউদকান্দি–মেঘনা আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা ড. খন্দকার মোশাররফ হোসেনকে বিজয়ী করতে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করবেন তারেক রহমান।
গণসমাবেশে সভাপতিত্ব করবেন ড. খন্দকার মোশাররফ হোসেন। এছাড়াও বক্তব্য রাখবেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
তারেক রহমানের আগমনকে ঘিরে দাউদকান্দি ও আশপাশের এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
বিআলো/তুরাগ



