দাউদকান্দিতে মেঘনা–গোমতী সেতুর নিচে বোমা সদৃশ বস্তু উদ্ধার, নিরাপত্তা জোরদার
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা–গোমতী সেতুর নিচ থেকে বোমা সদৃশ একটি সন্দেহজনক বস্তু উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে দাউদকান্দি সেনা ক্যাম্পে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৩ ইবি আর্মি ক্যাম্পের একটি টহল দল সেতুর নিচে রাখা একটি সন্দেহজনক প্যাকেট শনাক্ত করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সম্ভাব্য ‘হাতবদল’-এর আগেই প্যাকেটটি উদ্ধার করা হয়। প্যাকেটটি দেখতে টাইমার বোমার মতো হওয়ায় নিরাপত্তার স্বার্থে চারপাশে বালুর বস্তা দিয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয় এবং সেতু সংলগ্ন এলাকায় জনসাধারণের চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
ঘটনার পর দাউদকান্দি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একই সঙ্গে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে তারা বস্তুটি নিষ্ক্রিয় করার প্রস্তুতি নেয়। রাতভর বিশেষজ্ঞ দল বোমা সদৃশ বস্তুটির প্রকৃতি যাচাই-বাছাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি–চান্দিনা সার্কেল) ফয়সাল তানভীর এবং দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আব্দুল হালিম।
ওসি এম আব্দুল হালিম বলেন, বর্তমানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বস্তুটি দেখতে টাইমার বোমার মতো হলেও এটি সত্যিকারের বোমা কি না, তা এখনো নিশ্চিত নয়। সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি আরও জানান, বোমা সদৃশ বস্তুটির উৎস, উদ্দেশ্য এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মেঘনা–গোমতী সেতু ও আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিআলো/এফএইচএস



