দারুল ফুনুন ইসলামিক ইনস্টিটিউটের বার্ষিক ছবক অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : গত মঙ্গলবার (১৩ জনিুয়ারি) বিকেলে রাজধানীর বাড্ডায় সুপ্রতিষ্ঠিত দারুল ফুনুন ইসলামিক ইনস্টিটিউটের বার্ষিক ছবক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা মাহমুদুল হাসান উজানী। তিনি অনুষ্ঠানে ওয়াজ করেন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ড ও মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশের সভাপতি বাদল চৌধুরী। তিনি বলেন, এই প্রতিষ্ঠানটি ইহকাল ও পরকালের জন্য দেশীয় ও আন্তর্জাতিক মান বজায় রেখে নিজস্ব কারিকুলামে ও সম্পাদনায় প্রকাশিত বই পড়ানো হচ্ছে যা ছাত্রদের মেধা গঠনে ব্যাপক ভূমিকা রাখছে।
তিনি আরো বলেন, অন্যান্য মাদ্রাসাগুলোতে দেখা যায় বিভিন্ন অনুষ্ঠান করে সকলের সহযোগিতায় কিন্তু এ প্রতিষ্ঠান কারো কাছ থেকে আর্থিক সহযোগিতা না নিয়ে নিজেরাই আয়োজন করে। স্বাগত বক্তব্য রাখেন মো. নুরুল হক সরদার নিরু সভাপতি সিবিএ রূপালী ব্যাংক। সভাপতিত্ব করেন গোলাম মোস্তফা মোস্তাক। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অধ্যক্ষ মুফতি সাইদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন, মাওলানা মুফতি শিক্ষক, ইসলামিক আলোচক, প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র, অভিভাবক এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠান উপস্থাপনা করেন মুফতি মাসুম বিল্লাহ।
বিআলো/আমিনা



