• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার 

     dailybangla 
    23rd Dec 2025 2:59 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে মঙ্গলবার তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বাংলাদেশের ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে এক পোশাকশ্রমিককে হত্যার ঘটনাকে কেন্দ্র করে এই বিক্ষোভের সূত্রপাত হয়।

    ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের নেতৃত্বে বিক্ষোভকারীরা হাইকমিশনের সামনে জড়ো হন। এক পর্যায়ে তারা নিরাপত্তা ব্যারিকেড ভেঙে কূটনৈতিক স্থাপনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন।

    পরিস্থিতি সামাল দিতে দিল্লি পুলিশ আগে থেকেই সতর্ক অবস্থান নেয় এবং হাইকমিশনের চারপাশে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে। তবুও বিক্ষোভকারীরা অন্তত দুটি ব্যারিকেড অতিক্রম করতে সক্ষম হন। হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে তারা স্লোগান দিতে থাকেন।

    নিরাপত্তা বাহিনী ও আধাসামরিক সদস্যদের মোতায়েন করে বড় কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো হয়। এ ঘটনার প্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031