দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনারকে ডেকে পাঠাল ভারত
বিআলো ডেস্ক: সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য ও নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাকে তলব করেছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নেওয়া হয়। একই সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ঘিরে হুমকি এবং বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্বদের ভারতবিরোধী বক্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় নয়াদিল্লি।
এর আগে গত সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশ। তার দুই দিনের মাথায় দিল্লির এই পদক্ষেপকে কূটনৈতিক উত্তেজনার ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর বক্তব্য এই পরিস্থিতিকে আরও জটিল করেছে। একটি সমাবেশে তিনি ভারতের উত্তর-পূর্বাঞ্চল নিয়ে মন্তব্য করলে তা প্রতিবেশী দেশটির মধ্যে অসন্তোষ সৃষ্টি করে।
এ ছাড়া বিক্ষোভে ভারতের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনাও উত্তেজনা বাড়িয়েছে। আসন্ন নির্বাচনকে ঘিরে এমন বক্তব্য দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন কূটনীতিকরা।
বিআলো/শিলি



