• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দীর্ঘ জল্পনার অবসান: বরিশাল–৩ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন 

     dailybangla 
    05th Dec 2025 8:35 pm  |  অনলাইন সংস্করণ

    ফাহিম আহমেদ, বাবুগঞ্জ (বরিশাল) : বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদি) আসনে দীর্ঘদিনের অপেক্ষা ও জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি অবশেষে ঘোষণা করেছে তাদের দলীয় মনোনয়ন। দলটির জাতীয় আইনজীবী ফোরামের সভাপতি ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে এ আসনের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

    গত কয়েক মাস ধরেই এলাকায় আলোচনা–সমালোচনা ছিল তুঙ্গে—কে পাচ্ছেন বরিশাল–৩ এর মনোনয়ন, তা নিয়ে ছিল সাধারণ মানুষের প্রবল আগ্রহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তৈরি হওয়া নানা অনিশ্চয়তা ও রাজনৈতিক উত্তাপের মধ্যে গত ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিএনপির সিদ্ধান্তে অবশেষে কাটে সেই রহস্য।

    তবে মনোনয়ন পাওয়ার পরও কোনো আনুষ্ঠানিক উৎসব আয়োজন করেননি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। দলীয় সূত্রের তথ্যমতে, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার অসুস্থতার কারণে দলজুড়ে যে শোকাবহ পরিবেশ বিরাজ করছে, তার প্রতি শ্রদ্ধা রেখে তিনি সংযত অবস্থান নিয়েছেন।

    মনোনয়ন–পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি বলেন, “জনগণ চাইলে এবং আমি যদি নির্বাচিত হতে পারি, তবে বরিশাল–৩ আসনের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও সামগ্রিক উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। জনগণের আস্থা অর্জনই আমার প্রথম কাজ।”

    এদিকে বাবুগঞ্জ ও মুলাদীতে বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে মনোনয়ন ঘোষণায় স্বস্তির বাতাস বইলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

    স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মনোনয়ন আসন্ন নির্বাচনে বরিশাল–৩ আসনের রাজনৈতিক সমীকরণে নতুন উত্তাপ যোগ করবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031