• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামছে ২৪ সেপ্টেম্বর থেকে 

     dailybangla 
    21st Sep 2025 5:47 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: আগামী ২৪ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

    আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৪তম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান। সভায় উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ অংশ নেন।

    উপদেষ্টা বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। সেজন্য ২৪ সেপ্টেম্বর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে। পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

    মাদক চোরাচালান প্রসঙ্গে তিনি জানান, শুধু কক্সবাজার বা চট্টগ্রাম নয়, বরিশাল ও বরগুনার সমুদ্র নিকটবর্তী রুট দিয়েও চাল ও সার পাচার হচ্ছে। এ বিষয়ে বিজিবি, কোস্টগার্ড ও নৌবাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

    প্রতিমা ভাঙচুরের বিচ্ছিন্ন ঘটনার বিষয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দু-একটি ঘটনা ঘটলেও সরকার সতর্ক অবস্থানে আছে। দুষ্কৃতিকারীদের সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    কৃষক পর্যায়ে আলুর ন্যায্যমূল্য নিশ্চিতকরণ প্রসঙ্গে তিনি বলেন, কোল্ড স্টোরেজ গেইটে কেজিপ্রতি ২২ টাকা ন্যূনতম মূল্য নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি ৫০ হাজার মেট্রিক টন আলু সরকারি উদ্যোগে ক্রয় ও হিমাগারে সংরক্ষণ করা হবে।

    ব্রিফিংয়ে আইজিপি বাহারুল আলম বিপিএম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্বে) খন্দকার মোঃ মাহাবুবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930