দুর্ভোগে চালক ও যাত্রীরা, শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে অটোচালকদের বিক্ষোভ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছে অটো চালকেরা। এসময় সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। এতে সকালে অফিসগামী এবং পোশাক কারখানার যাত্রীরা দুর্ভোগে পড়ে।
অনেকে পায়ে হেঁটে অফিসে রওনা দিতে দেখা গেছে। রবিবার (২৫ জানুয়ারি) সকাল পৌনে ৮টা থেকে ৯টা ৪৭ মিনিট পর্যন্ত দুই ঘন্টা ওই মহাসড়কের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া পুরান বাজার (তুলা গবেষনা কেন্দ্র) এলাকায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা, অটো চালক এবং পুলিশের সাথে কথা বলে সড়কে বিক্ষোভ করে অবরোধের ঘটনায় ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী বলেন, মহাসড়কের তুলা গবেষণা কেন্দ্রের সামনে হাইওয়ে পুলিশের এক সদস্য দায়িত্ব পালন করছিলেন।
এসময় এক অটোচালক বিল্লাল হোসেন মহাসড়ক পার হওয়ার সময় পুলিশ দেখে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে পড়ে গিয়ে কপালে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত জখম হয়। পুলিশের সাথে অটোচালকের ধস্তাধস্তি বা মারধরের কোনো ঘটনা ঘটেনি। আরেক প্রতক্ষ্যদর্শী স্থানীয় পোশাক শ্রমিক রেজউল মিয়া বলেন, সকালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলাম।
হাইওয়ে পুলিশ মহাসড়কের পুরান বাজার তুলা গবেষণা কেন্দ্রের সামনে ইউটার্নে দায়িত্ব পালন করছিল। দ্রুত গতির একটি অটো মহাসড়ক দিয়ে যাচ্ছিল। হঠাৎ সড়কে পুলিশ দেখে ওই চালক বিল্লাল হোসেন ইউটার্ন নিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে অটো উল্টে সড়কে পড়ে গেলে ওই চালক কপালে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত জখম হয়।
স্থানীয় বাসিন্দা রিভার এন্ড নেচার ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, সকালে মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থল পুরান বাজার এলাকায় গিয়ে দেখি অটোচালকেরা মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। পরে চালক ও অফিসগামী যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি ও নেতৃবৃন্দ অটোচালকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে দুই ঘণ্টা পর সকাল ১০ টার দিকে যানবাহন চলাচল স্বাভবিক হয়।
আহত অটোচালককে তাদের সহকর্মীরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিয়েছে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, আমাদের গাড়ীর সাথে লেগে একটি অটোমহাসড়কে উল্টে গিয়েছিল। ওই অটোতে কোনো যাত্রী ছিল না। সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত আধাঘন্টা মহাসড়ক অবরোধ করে রেখেছিল আটোচালকেরা।
বিআলো/আমিনা



