দেশ ও জাতির স্বার্থে বিএনপিকে ক্ষমতায় আনার কথা বলেছি: নুরুল হক নূর
মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী: দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনার কথা বলেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নূর।
শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় পটুয়াখালীর গলাচিপা পৌর মঞ্চে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মরহুমার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নূর বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের এক সংকটময় সময়ে ইন্তেকাল করেছেন। তাঁর চলে যাওয়া দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি, যার শূন্যতা কখনো পূরণ হবে না। তিনি আরও বলেন, একটি সমৃদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ গোলাম মোস্তফা, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ইকতিয়ার কবির, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শিপলু খান, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ শহিদুল ইসলাম তালুকদার ও আব্দুস সোবহান মিয়া, এবং পৌর বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম খান।
দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ হাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সী।
রাত ৯টায় গলাচিপা উপজেলা সদর তহসিল মসজিদের ইমাম মো. হেলাল উদ্দিন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় গণঅধিকার পরিষদের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বিআলো/এফএইচএস



