দেশনেত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তির জন্য মাগুরায় দোয়া ও শোকপ্রকাশ
মাগুরা প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাগুরায় গভীর শোক প্রকাশ করা হয়েছে। আজ (৩০ ডিসেম্বর) দুপুরে মাগুরা শহরের ভায়নার মোড়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে নেতা-কর্মীরা শোক ব্যানার টানিয়ে দেশনেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং মোনাজাতে অংশ নেন।
মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মনোয়ার হোসেন খান বলেন, “চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের আপোষহীন নেত্রী ছিলেন। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং সকলের কাছে তাঁর জন্য দোয়া চাই।”
শোকসভা শেষে পথচারী ও রিকশা চালকদের মধ্যে খাবার বিতরণ করা হয়। জেলা বিএনপির সকল নেতা-কর্মী এই শোক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন।
বিআলো/তুরাগ



