দেশপ্রেমিক দেখতে চাইলে খালেদা জিয়াকে দেখুন: দিপু ভূঁইয়া
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, সারা বাংলাদেশের প্রতিটি মানুষ আজ মর্মাহত। যার হৃদয়ে সারা বাংলাদেশ থাকতো তিনি আজ আমাদের মাঝে নেই। দেশপ্রেমিক দেখতে চাইলে খালেদা জিয়াকে দেখুন। তার থেকে আমরা শিখবো দেশকে ও মানুষকে কীভাবে ভালোবাসতে হয়।
শুক্রবার (২ জানুয়ারি) রূপগঞ্জে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি। তিনি বলেন, তারাব পৌরসভার ১৪৪ কোটি টাকার বাজেট। এখানে ঢাকার চেয়ে উন্নত স্কুল হওয়ার কথা ছিল। অথচ তা হয়নি।
এখানে কোনো অফিসারদের এসে কথা বলতে দেখেছেন? তারাব পৌরসভার একটি প্রাইমারি স্কুলে জুতা না থাকায় নাকি বাচ্চাকে বের করে দিয়েছে। তার বাবা মায়ের হয়ত সামর্থ্য নেই। এজন্য তার ছেলেকে বের করে দিয়েছে। আগে মানুষের মাঝে আত্মার বন্ধন ছিল।
সেই বন্ধন আজ কমে গেছে। আপনার বাচ্চাকে নিয়ে আসবেন সে যেন ভালোভাবে স্কুলে পড়তে পারে সে ব্যবস্থা আমরা করবো।
মাদকের সমস্যা সারা রূপগঞ্জে। বিগত সময়ে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মাদকের টাকা লাগত নিজেদের পেট ভরতে৷ তারা দশ পনেরো জন পিএস রেখেছে৷ তবুও তাদের পেট ভরেনি। আমরা চেষ্টা করছি মাদক শেষ করতে।
আমরা সবাই একসঙ্গে দাঁড়ালে এ মাদক থাকবে না। রূপগঞ্জ থেকে মাদক দূর করে ছাড়বো।
তিনি আরও বলেন, বিশ্বরোডের রাস্তাটা সতেরো বছর হয়নি। কারণ এই এলাকার মানুষ বিএনপিকে ভালোবাসে। আমি আশা করবো দ্রুত এ রাস্তাটা ঠিক করার ব্যবস্থা আমরা করতে পারবো। কবরস্থানের রাস্তাটাও আমরা ঠিক করার ব্যবস্থা করবো।
বিআলো/তুরাগ



