• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দেশব্যাপী এসএসসি ৯২ ব্যাচের ‘ইউনাইটেড ৯২’ মহা মিলনমেলা 

     dailybangla 
    29th Nov 2025 5:59 pm  |  অনলাইন সংস্করণ

    এফ এইচ সবুজ: সারাদেশের এসএসসি ১৯৯২ ব্যাচের বৃহত্তম সামাজিক বন্ধুসংগঠন ‘ইউনাইটেড ৯২’–এর তৃতীয় মহা মিলনমেলা শুক্রবার রাজধানীর ফার্মগেট খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ‘হিমেল হাওয়ায়-৩৩ বছরের সুপ্ত অনুভূতির ছোঁয়া’ স্লোগানে দিনব্যাপী এই আয়োজনটি কেআইবি’র ডুপ্লেক্স অডিটোরিয়াম ও হল-১ এ অনুষ্ঠিত হয়।

    আয়োজকদের বরাতে জানা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে এবং প্রবাস থেকে মোট ছয় শতাধিক সদস্য মিলনমেলায় অংশ নেন। দীর্ঘদিন পর পুরোনো সহপাঠীদের পুনর্মিলন, স্মৃতিচারণ, আড্ডা ও সাংস্কৃতিক পরিবেশনায় পুরো আয়োজনজুড়ে ছিল উচ্ছ্বাস ও আবেগের মিশেল।

    আয়োজন সম্পর্কে প্রধান সমন্বয়ক মোহাম্মদ মনিরুজ্জামান মনির বলেন, ইউনাইটেড ৯২ শুধু একটি ব্যাচ নয়, এটি সারাদেশজুড়ে বিস্তৃত একটি মানবিক পরিবার। আমরা সারা বছর শিক্ষার্থীদের সহায়তা, রক্তদান, চিকিৎসা সহায়তা, শীতবস্ত্র বিতরণ ও দুর্যোগ-সহায়তামূলক কর্মসূচি পরিচালনা করি। বন্ধুত্বকে মানবিক দায়িত্বের সঙ্গে যুক্ত করাই আমাদের মূল লক্ষ্য। আজকের এই মিলনমেলা সেই সম্পর্ককে আরও দৃঢ় করল।

    তিনি আরও বলেন, ৩৩ বছরের বন্ধুত্ব ও অনুভূতির বন্ধন একই ছাদের নিচে ফিরিয়ে আনতে পেরে আমরা আনন্দিত। গণমাধ্যমের উপস্থিতি আমাদের উৎসাহিত করেছে।

    অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আহ্বায়ক কাজী পিন্টু এবং সদস্য সচিব মোনতাকা জামান কাপ্পি। মিলনমেলা শুরু হয় বিকেল সাড়ে তিনটায় এবং শেষ হয় রাত সাড়ে দশটায়।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031