দেশে আর ফ্যাসিবাদ চলবে না বাউফলে জামায়াত নেতা : ড. মাসুদের হুঁশিয়ারি
মো.তারিকুল ইসলাম (মোস্তফা),বাউফল (পটুয়াখালী): বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী শাসন টিকবে না। জনগণের রক্তে অর্জিত স্বাধীনতার দুয়ার আর কখনো বন্ধ করা যাবে না।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে পটুয়াখালীর বাউফল পৌরসভার কাগুজির পুল এলাকায় গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মাসুদ বলেন, জনগণ এখন জেগে উঠেছে। যারা একনায়কতন্ত্রের মাধ্যমে দেশকে দমিয়ে রাখতে চেয়েছিল, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। দেশের মানুষ পরিবর্তন চায়— উন্নয়ন, ন্যায়বিচার ও স্বাধীন রাজনীতির পরিবেশ চায়।
তিনি আরও বলেন, কিছু নেতা ব্যক্তিস্বার্থে দল ও কর্মীদের বিপদে ফেলেছেন। অথচ প্রকৃত দেশপ্রেমিকরা এখনো মাটির মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করছে। ঐক্যবদ্ধ না হলে উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, আমরা জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে ড. মাসুদ বলেন, ২০২৬ সালের নির্বাচনে ব্যালটের মাধ্যমেই দুর্নীতি, অন্যায় ও স্বৈরাচারের জবাব দেবে জনগণ।
পথসভায় উপস্থিত ছিলেন—
বাউফল উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা মো. ইসহাক মিয়া, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা কাজী আবদুল দাইয়ান, সেক্রেটারি মাওলানা মো. নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম সোহেল, অর্থ সম্পাদক মাওলানা মো. রশিদুল ইসলাম, দাওয়াহ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রিদওয়ানুল্লাহ মাস্টার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. লিমন হোসেন, সেক্রেটারি মো. মাকসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. তানভীর আহমেদ, প্রচার সম্পাদক মো. আরিফুল ইসলাম, সামাজিক সেবার সম্পাদক মো. রাকিবুল হাসান, এবং স্থানীয় বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
বিআলো/ইমরান



