• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দেশে দূনীতি বৃদ্ধি পাচ্ছে তাই সাধারণ জনগণ ডিসেম্বরে নির্বাচন চায়: এ্যানী চৌধুরী 

     dailybangla 
    31st May 2025 8:38 pm  |  অনলাইন সংস্করণ

    সীমা আক্তার: বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন ৫ আগস্টের পর আবার দূর্নীতি বৃদ্ধি পাচ্ছে। কারা দূর্নীতি করছে আমরা সব জানি। ড. ইউনুসের আমলে দূর্নীতি হবে এমনটা আশা করিনি। এই দূর্নীতি রোধের জন্য দেশের জনগণ চায় দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার আসুক। তাই দেশের সকল দল ডিসেম্বরে নির্বাচন চায়।

    দেশের মানুষ বিগত ১৭ বছর ভোট দিতে পারেনি। পার্শ্ববতী দেশের প্রেসক্রিপশনে একটি ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য তিনটি ভূয়া নির্বাচন করেছে।

    বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শনিবার দুপুরে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর কাঁচাবাজার সংলগ্ন মাঠে উত্তরা পশ্চিম থানা ও ডিএনসিসির ৫১ নং ওয়াড বিএনপি আয়োজিত দরিদ্রদের মধ্যে শাড়ী ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক মোঃ আমিনুল হক, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা আলমগীর হোসেন, মোস্তফা সরকার, মীর হোসাইন মুসা, বাদল মিয়া প্রমূখ।

    দরিদ্রদের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ কর্মসূচি শুরুর কিছুক্ষণ পূর্বে বিএনপির ২ টি গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, চেয়ার ছুড়াছুড়ি হয়। যারফলে উভয় পক্ষের কয়েকজন আহত হয়।
    এই বিষয়ে শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী বক্তব্যে বলেন বিগত ১৭ বছরের আঃলীগের হামলা নির্যাতনের কথা ভূলে গেছেন।
    নেতৃত্বের দন্ধে মারামারি করেন। আপনারা এরকম করলে পলাতক সরকারের লোকজন আরো বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ পাবে। জিয়াউর রহমানের আদর্শে যারা বিএনপি করে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না। জিয়াউর রহমান রাজনীতি করেছেন মাটি ও মানুষের জন্য। তিনি আরো বলেন তারেক রহমান আমাদের আপনাদের সব কর্মকান্ড পর্যবেক্ষক করে। অহেতুকভাবে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে কেউ রেহাই পাবেন না। ভিডিও ফুটেজ দেখে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের জবাবদিহির আওতায় আনা হবে।

    অনুষ্ঠান শেষে ৮ শতাধিক দরিদ্র নারী পুরুষের মাঝে শাড়ী লুঙ্গি বিতরন করেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031