দেশে ফিরেই এভারকেয়ারে জোবাইদা রহমান, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়েছে
নিজস্ব প্রতিবেদক: লন্ডন থেকে দেশে ফিরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে শুক্রবার সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন তার কন্যা ডা. জোবাইদা রহমান। বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় খালেদা জিয়ার নির্ধারিত লন্ডন যাত্রাও স্থগিত হয়েছে।
লন্ডন থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-৩০২ যোগে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় অবতরণ করেন ডা. জোবাইদা রহমান। বিমানবন্দরে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিয়ে তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান, যেখানে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন ও তার মা বেগম খালেদা জিয়া। সকাল ১১টা ৫৩ মিনিটের দিকে তিনি হাসপাতালে প্রবেশ করেন।
বিএনপি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি গুরুতর হওয়ায় মায়ের পাশে থাকতে হঠাৎ করেই দেশে আসার সিদ্ধান্ত নেন জোবাইদা রহমান।
অন্যদিকে, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রক্রিয়ায় সাময়িক বিঘ্ন ঘটেছে। শুক্রবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কাতার আমিরের প্রতিশ্রুত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছাতে পারেনি।
সবকিছু ঠিক থাকলে অ্যাম্বুলেন্সটি শনিবার (৬ ডিসেম্বর) ঢাকায় আসতে পারে।
তিনি আরও বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা যদি ভ্রমণযোগ্য থাকে এবং মেডিকেল বোর্ড অনুমোদন দেয়, তাহলে আগামী রোববার (৭ ডিসেম্বর) লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করানো হতে পারে।”
এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছানো এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপরই খালেদা জিয়ার বিদেশযাত্রার সময়সূচি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
বিআলো/শিলি



