• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    দেশের স্থিতিশীলতার জন্য যেকোনো বিশৃঙ্খলা এড়াতে হবে: সারজিস আলম 

     dailybangla 
    23rd Mar 2025 11:57 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘দেশের স্থিতিশীলতার জন্য যেকোনো বিশৃঙ্খলা এড়াতে হবে। কারণ, সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের স্থিতিশীলতা প্রয়োজন। নির্বাচনের রোড ম্যাপ ঠিক হয়ে গেলে আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিষ্ট আওয়ামী লীগকে মোকাবিলা করতে পারবো। সংস্কারগুলো কোন পর্যায়ের হবে তাও ঠিক হয়ে যাবে।

    তিনি আরো বলেন, রাজনৈতিক দলের যত বেশী প্রতিযোগী বাড়বে দেশকে সুস্থ রাখার প্রতিযোগিতা তত বাড়বে।একক দল কখনোই ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠন করতে পারবে না। আমাদের ঐক্যবদ্ধ রাজনীতিই কেবল পারবে দেশকে সুষ্ঠ রাখতে।

    রাজধানীর উত্তরার সী শেল রেস্টুরেন্টে রোববার (২৩ মার্চ) ‘সাধারণ ছাত্র জনতার উদ্যোগে বৃহত্তর উত্তরার বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্প্রীতির মিলবন্ধন স্থাপন, আলোচনা ও ইফতার মাহফিল’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

    সারজিস আলম বলেন, ‘আমাদের জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে- আমরা অতীতে যে সকল বিষয়ে বিরক্ত ছিলাম, সেই সব বিষয় বা সমস্যাগুলোকে সমাধানে আমরা নতুন প্রজন্মের তরুনরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এই সময় যে কোন ঘটনা বা লেখা আমাদের অনেক উপরে নিয়ে যেতে পারে। একই সাথে আবার নিচেও নামিয়ে দিতে পারে। তাই আমাদের প্রতিটা স্টেপ অনেক সর্তকর্তার সহিত হওয়া উচিত। ‘

    আলোচনায় উপস্হিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি মনির হোসেন কাসেমী প্রমুখ।

    অনুষ্ঠানে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘খুনি হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা কিন্তু পালিয়ে যায়নি। তাই আমাদের সতর্ক থাকতে হবে। সকল ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে একত্রে কাজ করতে হবে।’

    তিনি বলেন, ‘যারা ভালো কাজ করবে তাদেরকে আমরা সহযোগিতা করবো। কোন মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসকে আমরা কখনোই প্রশ্রয় দেবো না। আপনারা দোয়া করবেন যাতে সবসময় আমরা আপনাদের সহযোগিতা করতে পারি।’

    জাহাঙ্গীর বলেন, ‘আমরা তারেক রহমানের নির্দেশে সকল দুর্যোগে সাধ্যমত আপনাদের পাশে থেকেছি। সামনের দিনেও সকল সমস্যায় আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। স্বৈরাশাসক যেন এই বাংলার মাটিতে আর ক্ষমতায় আসতে না পারে তার জন্য আমাদের কাজ করতে হবে।’হেফাজতে ইসলামের পক্ষ থেকে মুফতি মনির হোসেন কাসেমী সারজিসকে উদ্দেশ্য করে বলেন, মাঝে মাঝে ঐক্যবদ্ধ হয়ে আপনাদের উচিত সকলের মতামত পোষন করা।

    তিনি আরো বলেন আমাদের উচিত আগে নিজেকে সংস্কার করা, তাহলেই সমাজটা সংস্কার হবে। সমালোচনা, বিতর্ক, মতপার্থক্য থাকবেই তবু আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930