দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
বিআলো ডেস্ক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।
বুধবার আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, শপথ গ্রহণের দিন থেকেই তার নিয়োগ কার্যকর হবে। আইন মন্ত্রণালয়ের তথ্যমতে, আগামী রোববার তিনি শপথ গ্রহণ করবেন।
বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী শনিবার অবসরে যাচ্ছেন। সুপ্রিম কোর্টের বার্ষিক ছুটি চলায় গত বৃহস্পতিবার ছিল তার শেষ কর্মদিবস।
১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করা বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনে মাস্টার্স সম্পন্ন করেন। ২০০৩ সালে তিনি হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান এবং পরবর্তীতে আপিল বিভাগে পদোন্নতি লাভ করেন।
বিআলো/শিলি



